মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের তথা বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পুর্তি উপলক্ষে “ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা : অংশীজনের প্রত্যাশা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর শনিবার শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইএসডিও’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট নারী সংগঠক পারভিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএআরসি)’র চেয়ারম্যান জালাল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি আন্তর্জাতিক উন্নয়ন বিশ্লেষক দেওয়ান এএইচ আলমগীর, ইউএনডিপি বাংলাদেশের এ্যাসিসটেন্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার এম. আসাদুজ্জামান, স্ট্রমিফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান র্ভুইয়া, ইনফেন্টস ডু মন্ডে (ইডিএম)’র রিজিওনাল কো-অর্ডিন্টের শামীমা আখতার শিমুল, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মাহবুব উল আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম, ম্যাক্স ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কান্ট্রি ডিরেক্টর রিয়াদ ইমাম মাহমুদ, সলিডারিডাড এর কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান, সাটাইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: ফরহাদ জামিল, ফিনিস মন্ডিয়ালের কান্ট্রি কো-অর্ডিনেটর মো: ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান এন্ড কাইমেট অ্যাকশন প্রোগ্রামের ডিরেক্টর কাইছার রেজভী, ওয়াটার এইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স এন্ড এ্যাডমিন পারভেজ সাজ্জাদ, ওয়াটার অর্গ সাউথ এশিয়ার ফিনানসিয়াল ইনিস্টিটিউশনের পোর্টফেলিও লিড আবু আসলাম, হেকস-ইপারের পার্টনারশিপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভুপেশ রায়, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের টেকনিক্যাল স্পোশালিস্ট শেখ কাসিফ মাহবুব, সাবেক সচিব সারোয়ার মাহমুদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামান, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বনামধন্য এই উন্নয়ন সংস্থার তিনযুগ পূর্তি উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন অতিথিবৃন্দ ও অংশিজনগণ। দুপুরে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার