ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জে কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ
- আপডেট সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
মোঃ মজিবর রহমান শেখ
১৮ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ র আওতায় নারী সমাবেশের আয়োজন করা হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ মো: ফয়জুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জিন্নাতারা ইয়াছমিন, ৯ নং- ওয়ার্ডের কাউন্সিলর এ এইচ এম কামরুজ্জামান, ৯ নং- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাসার আবু, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: রবিউল হাসান, মাসেদুর রহমান, সহকারী শিক্ষক, পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসা।
একটু যোগ করুন।ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ। নারী সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া। নারী সমাবেশে সভাপতিত্ব করেন ভেলাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার লিপি । নারী সমাবেশে স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ডেঙ্গু প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।