ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,
ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বান্দিগড়ে জমি জবর দখলের মাধ্যমে গাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে। ঐ এলাকার মো: আরিফুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্পের সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, আরিফুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার হাবিবপুর মৌজার, জেএল নং--৩০, এস,এ খতিয়ান নং-১৬ এর অন্তগত ২৮৩ নং-- গাগে ৩ দশমিক ১২ একর জমি ক্রয় করে ভোগদখলে ছিল। ঐ জমির খতিয়ানে সরফরাজ খাঁন চৌধুরীর নামে রেকর্ড ছিল। তার কাছ থেকে অভিযোগকারী আরিফুর রহমান ১৯৮৬ সালের ২ মার্চ ৩ হাজার ১৬৪ নং- দলিলমূলে ক্রয় করে সেখানে আলু, ইক্ষু ও মূলা সহ বিভিন্ন ফসলাদি লাগিয়ে ভোগ দখলে ছিলেন। এ অবস্থায় গত ৬ আগষ্ট বিকেলে ঐ গ্রামের মো: নুরুজ্জামান (৩৮), মো: নাহিদ (৩২), মো: গংগরু (৫৫), মো: জালাল, মো: লুৎফর রহমান, মো: আরিফ, মো: কশিম উদ্দীন, মো: নুর ইসলাম, মো: শাহিন ও মো: হামিদুল ঐ জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলে নিয়ে গাছ রোপন করে বেদখল করেন। এ অবস্থায় উল্লেখিত জমির জবর দখলদারদের হাত থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আরিফুর রহমান।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার