মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
"সেবার ব্রতে চাকরি" এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে ৩ নভেম্বর-২০২৪ রবিবার সকাল ০৬:৩০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮:০০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মো: আজিজুল ইসলাম সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।
সাধারণ, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার আওতায় দ্বিতীয় দিনের বাছাইকৃত মোট ২৫৩৪ জন পুরুষ ও ১৮৫ জন নারী প্রার্থীর মধ্যে নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে তৃতীয় দিনের তিনটি ইভেন্ট যথা-দৌড় (পুরুষ ১৬০০ মিটার, নারী ১০০০ মিটার) ড্র্যাগিং,ও রোপ ক্লাইম্বিং এ মোট ১৯৭৪ জন পুরুষ ও ১৭০ জন নারী কৃতকার্য মর্মে বিবেচিত হয়েছেন।
৩য় দিন শেষে সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ
২য় দিনে প্রাথমিকভাবে নির্বাচিত-২৭১৯ জন
৩য় দিনে মোট উপস্থিত-২৭১২ জন
মোট কৃতকার্য পুরুষ-১৯৭৪জন
মোট কৃতকার্য নারী-১৭০ জন
তৃতীয় দিনে সাধারণ, মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতায় মোট ২৫২৮ জন পুরুষ ও ১৮৪ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেন। শত স্বপ্নের পসরা সাজিয়ে শারীরিক পরীক্ষায় অবতীর্ণ এসব প্রার্থীর মধ্যে মোট ১৯৭৪ জন পুরুষ ও ১৭০ জন নারী প্রার্থী সম্মানিত নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test বা PET) পরীক্ষায় যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী ২২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ কৃতকার্য প্রার্থীগণ ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.