ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২
- আপডেট সময় : ১০:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮ঘটিকায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা ফাঁয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান।
নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের কৌশিক রায় (মাষ্টার) এর পুত্র মাধব রায় (২৪) ও শাশারপুর (আলালপুর) গ্রামের মাধব রায় এর পুত্র দিপু রায় (৩০)।
তাদের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুইজনে খাটি খেজুর গুড় সংগ্রহের জন্য সেই খেজুর বাগান মেলার উদ্দেশ্যে বেরিয়ে যান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর এসব তথ্য নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ ফাঁয়ার সার্ভিসের কর্মীরা জানান, “ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুরবাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাধব রায় (২৪) নিহত হয় এবং গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী দিপু রায় (৩০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান”।