টরকি হাইওয়ে সেনাবাহিনীর চেকপোস্ট হতে বিদেশি মাদক সহ এক প্রাইভেট কার

- আপডেট সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

এস এম এ গোফরান
বরিশাল প্রতিনিধি:-
ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকি হাইওয়ে থেকে বিদেশি মাদক সহ এক প্রাইভেট কার আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ ভোর ৫টায় বরিশাল জেলার গৌরনদী সেনা ক্যাম্পের একটি টহল দল তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টরকি এলাকায় চেক পয়েন্টে তল্লাশি চালালে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ- ৩৯২৮৬৬) হতে মদ্যপ অবস্থায় ইভান খন্দকার(৩২) নামে এক ব্যক্তিকে গাড়ি চালানো কালে আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আটককৃত গাড়ির চালক ইভান খন্দকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এসময় টহলে থাকা যৌথবাহিনির টিমের সদস্য গন , উক্ত ব্যক্তির গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্লাস্টিকের বোতলে থাকা মাদকদ্রব্য (বিদেশী মদ) উদ্ধার করে। তথ্য মতে উক্ত ব্যক্তি ঢাকার ভাটারা এলাকা থেকে দুইজন মেয়ে সহ বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছিল। কিন্তু প্রাথমিক তদন্তে তাদের পরিচয় ও সম্পর্কের সত্যতা পাওয়া যায় নি।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের, গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত
তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।