জেলা প্রশাসক মহোদয়ের সাথে অনলাইন গণশুনানি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আফাজ উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলা গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক সিলেট মহোদয়ের সাথে অনলাইন গনশুনানি সভা অনুষ্ঠিত হয়,
আজ বুধবার,বেলা ১১ ঘটিকার সময় সিলেটের ঐতিহ্যবাহী জাফলং চা বাগান বালু খেকো ও কিছু কুচক্রমহলের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের সাথে এক অনলাইন গণশুনানি অনুষ্ঠিত হয়,অনলাইন গণশুনানি অনুষ্ঠানে চা বাগান রক্ষা করতে যে যে পদ্মক্ষেপ গ্রহন করলে ঐতিহ্যবাহী জাফলং চা বাগান রক্ষা হবে সে বিষয়ে উপস্থিত সবাই জেলা প্রশাসকের নিকট যার যার পরিচয় দিয়ে অনলাইনের মাধ্যমে যার যার মতপ্রকাশ করেন। অনলাইন গণশুনানি সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক”মোহাম্মদ শের মাহবুব মুরাদ,উপপরিচালক স্থানীয় সরকার শাখা সুবর্না সরকার,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ভুমি সহকারী কমিশনার সাইদুল ইসলাম,গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ শাহ হারুন, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন সিকদার,তিনি বলেন জাফলং কোয়ারী বন্ধ হওয়ার পর থেকেই কিছু কুচক্র মহলসহ জাফলং চা বাগানের উপর নজর আনে কোয়ারীর শ্রমিকরা, এখন ভারত থেকে পাহাড়ি ঢল সরাসরি আঘাত হাতে জাফলং চা বাগানে,অতি শীঘ্রই বালু খেকোদের হাত থেকে চা বাগান রক্ষা না করলে বন্যা আসার সাথে সাথে ১১ জাফলং এর ভূখন্ড টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে, রাধানগর বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক,আবুল কালাম আজাদ বলেন,
পাথর কোয়ারী বন্ধ হওয়ার পর থেকেই পর্যায় ক্রমে আওয়ামীলিগের কিছু কুচক্রমহল রাতের আধারে জাফলং চা বাগান পাড় থেকে পাথর,বালু তুলে নিয়ে যাচ্ছে,আমরা যুব সমাজ দীর্ঘ দিন যাবত চা বাগান রক্ষা করার জন্য পাহারা দিয়ে আসছি,
চা বাগান রক্ষা করার জন্য প্রশাসনের সকল বিভাগের সুদৃষ্টি কামনা করে,
উক্ত অনলাইন গণশুনানির সভায় আরো উপস্হিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আহমেদ,
প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড সদস্য গহর আলী।
০2 নং ওয়ার্ড সদস্য সয়েন বুনার্জি।
০৮ নং ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম মুছা।
০৯ নং ওয়ার্ড সদস্য নওয়াব আলী।
০৭ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন।
৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা রুবিনা বেগম।
বাগানের সহকারী ম্যানেজার নোমান আহমেদ,জাফলং চা বাগানের পান্চায়েত কমিটির সভাপতি শ্রী নিরন্জন গোয়ালা,রাধানগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,ডাঃ নুর মোহাম্মদ খান।বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্র নেতা সালেক আহমেদ,১১ নং মধ্য জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী,
জাফলং চা বাগানের খেটে খাওয়া শ্রমিক ও অত্র এলাকার গনমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই।