এবিসি ন্যাশনাল নিউজ ডেস্ক-উত্তরা, ঢাকা -৩ আগস্ট ২০২৫
জুলাই বিপ্লবের বীর সেনানী Mizanur Rahman —ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে উত্তরের রাজপথে নিজের জীবন বাজি রেখে যিনি হয়ে উঠেছিলেন তরুণদের প্রতীক, সাহসের অন্য নাম।
গত ১৮ই জুলাই উত্তরা আজমপুরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে তিনি পুলিশের গুলিতে আহত হন। আজও শরীরে সেই গুলির চিহ্ন এবং গুলি এখনও বহন করে চলেছেন এই অগ্রসৈনিক। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গুলিতে যখন আন্দোলনরত অনেকের বুক ঝাঁঝরা হচ্ছিল, তখন ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মিজানুর রহমান সিদ্দিক। নিজের জীবন বাজি রেখে রক্ষা করেন একাধিক শিক্ষার্থীকে।
উত্তরার বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে তিনি শুধু একজন আন্দোলনকারী নন, বরং "আঙ্কেল" নামে পরিচিত একজন পরামর্শক, প্রেরণাদায়ী এবং সহযোদ্ধা। যেখানে এনসিপি—সেখানেই মিজানুর রহমান সিদ্দিক। তার উপস্থিতিই যেন ছাত্রদের চেতনার ইন্ধন।
আজ শহীদ মিনারে এনসিপির ছাত্র কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি ঘোষণা করেন,
"এই দেশ শুধু চাঁদাবাজ ঘুষখোর ও ক্ষমতা লোভীদের না, এই দেশ আমাদের সবার—আর এই দেশ পূর্ণাঙ্গ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।"
আন্দোলনরত ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি বলেন,
"আমরা একবার রক্ত দিয়েছি, আবার দেবো যদি দরকার পড়ে। কিন্তু এই শোষণের শিকল আমরা ভাঙবই।"
জুলাই বিপ্লবের এই গুলিবিদ্ধ সৈনিক এখনো স্বপ্ন দেখে স্বাধীন বাংলাদেশের, যেখানে থাকবে না বৈষম্য, দমন-পীড়ন আর ফ্যাসিবাদের ছায়া।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.