জাতিসংঘে যাওয়ার আগে ফিলিস্তিন ইস্যুতে যে বার্তা দিলেন এরদোগান
এবিসি আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
মুসলিম বিশ্বের যেখানেই কেউ নির্যাতিত, নিপীড়িত হয়, তাদের হয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এই ইস্যুতেও মাঝেমধ্যে বেশ সরব ভূমিকা পালন করেন তিনি। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরও একবার মুসলিম উম্মাহ জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন তিনি। খবর, ডেইলি সাবাহ’র।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায়বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এরদোগান। এবার প্রতিশ্রুতি দিলেন, জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বলবেন তিনি।
এরদোগান বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের এই লড়াইয়ে তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে। আর এই অঞ্চলে যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তা-ও নিশ্চিত করতে হবে।
বছরখানেক ধরে ধরে চলা গাজা যুদ্ধ এখনও থামবার কোনো সম্ভাবনা নেই। এমন প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সমর্থন আদায়ের চেষ্টা করবেন তুর্কী প্রেসিডেন্ট।
উল্লেখ্য, মঙ্গলবার সমাবেশের প্রথম দিনে তার নির্ধারিত বক্তৃতায় এরদোগান জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের জন্য আহ্বান জানাবেন বলেও জানানো হয় প্রতিবেদনে।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.