জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
- আপডেট সময় : ০৮:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর), মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পঞ্চগড়
জেলা পুলিশ, কর্তৃক মহান বিজয় দিবস-২০২৪ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন। ১৬ ডিসেম্বর ভোরে সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। তার পরপরই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার, পঞ্চগড় জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়।
পুলিশ সুপার মহোদয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোন এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সকাল ১০.০০ঘটিকায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।