জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

- আপডেট সময় : ০৭:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

মাজেদুল ইসলাম, জলঢাকাঃ
নীলফামারীর জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার বিকেলে জলঢাকা পৌর শহরের জিরো পয়েন্টে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার(ভুট্টু)-র সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম (বাঙ্গালী)-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজি দিলদার রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী,এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বিএসসিসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র জলঢাকা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান রণাঙ্গনে জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন।
যার দেয়া নেতৃত্বে আমাদের বড় অর্জন মহান স্বাধীনতা পেয়েছি। সেই আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পগোষ্ঠীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।