জলঢাকায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে

মাজেদুল ইসলাম,জলঢাকাঃ
আওয়ামীলীগের ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) সকালে শহরের জিরো পয়েন্ট চত্তরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল হক মিঠু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ বিন ওমর ফাহিমের নেতৃত্ব এ প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল হক মিঠু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের সব ষড়যন্ত্র প্রতিহত করা এবং যেন কোন বিশৃঙ্খলা করতে না পারে এজন্যই আমাদের অবস্থান কর্মসূচি। এসময় তিনি আরো বলেন,জনগণের সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থাকবে।