জমিয়ত উলামায়ে হিন্দের নির্বাচন সভা ভাঙ্গড়তে

- আপডেট সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে

জমিয়ত উলামায়ে হিন্দের নির্বাচন সভা ভাঙ্গড়তে
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার অন্তর্গত কাঁঠালিয়া তে।জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নির্বাচন সভা আয়োজন করা হয়। এদিনের উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামায়ে হিন্দ সম্পাদক হাফেজ মাওলানা শওকত আলী সাহেব, মাওঃ রহমাতুল্লাহ সাহেব, জনাব মুফতি আজিজুর রহমান সাহেব, দেশ বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক জনাব হোসেন গাজী,মাওলানা জয়নাল আবেদীন সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা আবুল বাশার সাহেব, হাফেজ সাইফুদ্দিন সাহেব, মুফতি আজগার সাহেব। ক্যাশিয়ার মাওলানা শাহনওয়াজ সাহেব সহ প্রমুখ। জমিয়েত উলেমা হিন্দের রাজ্য সহ সভাপতি জনাব আলহাজ্ব মাষ্টার কওসার আলি সাহেব উপস্থিত দে নির্বাচন কমিটি গঠন হয়।এদিনের জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নির্বাচন সভা হয়।উক্ত সভায় আলোচনা ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জেলা কমিটি জমিয়ত উলামায়ে সভাপতি নির্বাচিত সভাপতি হন মাওলানা শামসুল হক সাহেব।
সহ-সভাপতি আবুল কাশেম রসুলি সাহেব,সহ-সভাপতি মাওলানা আমীর আলী সাহেব,সেক্রেটারী হাফেজ মাওলানা শওকাত আলী কাসেমী সাহেব,সহ সেক্রেটারি মাওলানা রহমতুল্লাহ সাহেব, নির্বাচিত সভা হয় , এছাড়াও বাকি সদস্যদেরকে অন্যান্য পদে নিয়োগ করা হয়।