জননেতা জাহিদুর রহমান জাহিদ” স্মৃতি ১ম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৩৫৬ বার পড়া হয়েছে

মিয়া রোমান
ফরিদপুর প্রতিনিধি
জননেতা জাহিদুর রহমান জাহিদ” স্মৃতি (১ম) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে
(বোকাইল ফুটবল একাদশ )বনাম (ফুলসুতী দিশারী ফুলবল একাদশ )
ফুলসুতী দিশারী ফুটবল একাদশ ১(৬) গোলে জয়লাভ করে।
বোকাইল ফুটবল একাদশ ১(৫)
ফুটবল প্রেমী দর্শক দিয়ে স্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিল, দর্শকদের কাছ থেকে জানা যায় তারা এই ফাইনাল খেলাটি খুব সুন্দর উপভোগ করেছেন এবং দুইদলই খুবই আত্মমনাাত্মক খেলা খেলেছে, কোন দলকেই পিছিয়ে দেখেনি তারা৷ বোকাইলের এক দর্শকের সূত্র থেকে জানা যায় বোকাইল ফুটবল একাদশের ফাইনালে নেওয়ার পেছনে অগ্রণী ভূমিকা এবং কৃতিত্ব ছিলো কোর্স জাহিদ ইসলামের, তারা কল্পনাও করেনি বোকাইল ফুটবল একাদশ ফাইনাল খেলবে।
পরবর্তীতে জাহিদ ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানায় অবশ্যই ফাইনালে হার মানতে কষ্ট হচ্ছে কিন্তু ভাগ্য সহয় ছিল না, হেরেছি ট্রাইবেকারে,কোচ হিসাবে এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি, হয়েছি টুনামেন্ট সেরা কোচ, ধন্যবাদ জানাই টুনামেন্ট কর্তৃপক্ষকে আমাকে এত বড়ো সম্মাননা দেওয়ার জন্য। প্রথম ম্যাস হেরে টুনামেন্ট এর ফাইনালে আসা সত্যি অসাধারণ ছিল, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টিমে খেলা সকল খেলোয়াড়দের। ধন্যবাদ জানাই আমার টিম মেনেজমেন্ট দের।
ফুলসুতী দিশারী ফুলবল একাদশের টিম মেন্টর্সের সাথে কথা বললে তিনি জানায় দেখুন খেলায় জয়-বিজয় থাকবেই,আমরা কাউকেই ছোট করে দেখিনি আমরা আমাদের সাধ্যের মতো চেষ্টা করেছি, টিম বোকাইল খুবই সুন্দর খেলেছে,সুজন সংঘের এত সুন্দর আয়োজন এবং সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উক্ত খেলা পরিচালনা এবং সুশৃংখলরুপ দিয়েছেন, সারা বাংলাদেশের খ্যাতিসম্পন্ন রেফারি১ (সাইফ দোহা)
এবং ২.(সাইফুল আলম)সহকারী রেফারি ৩(আশরাফুল আলম)সহকারী রেফারি ৪। সোহাগ মোল্লা (৪র্থ রেফারি)
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,ফরিদপুর জেলা শাখা । আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুর, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
১১নং গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
জনাব শাহ্ মোঃ এমার হক । জনাব সৈয়দ গোলাম আইয়ুব হারিচ, সভাপতি, ১১নং গেরদা ইউনিয়ন আওয়ামী লীগ, ফরিদপুর সদর, ফরিদপুর।
সভাপতিত্ব করেন জনাব মোঃ আতিকুর রহমান আতিক, সভাপতি, সুজন সংঘ ও সাধারণ সম্পাদক, ১১নং গেরদা ইউনিয়ন আওয়ামী লীগ, ফরিদপুর সদর, ফরিদপুর।আরও উপস্থিত ছিলেন জননেতা জাহিদুর রহমান জাহিদের সহধর্মিনী রাবেয়া খাতুন এবং তার সুযোগ্য পুত্র কামরুল হাসান ডেবিট।