রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলা শহরের খরমপুর মোড়ে আওয়ামী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। এরপর থেকেই পরিবারের কারো মুখে নেই হাসি। চলে শুধু প্রতিনিয়ত কান্নার আহাজারি। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ২০২৪ এর ফলাফল প্রকাশ হলে ফলাফল সিটে দেখা যায় তার ফলাফল ৪ দশমিক ৩৩। ফলাফল শুনে আরও শোকাহত হন পরিবার।
শ্রীবরদীর খড়িয়া কাজির চর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের প্যারালাইজড রোগী আজাহার আলীর ছেলে সবুজ। যার আয়ে চলতো পাঁচ সদস্যের পরিবার। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবুজ ছিলো দ্বিতীয়। বড় বোনটির বিয়ে হওয়ার পরে বাবা প্যারালাইজড হয় এরপর পরিবারের দায়িত্ব নেন নিজেই। স্থানীয় এক ফার্মেসিতে পার্টটাইম কাজ করতেন সবুজ। পরিবার চালানোর পাশাপাশি নিজের আয়ে পড়াশোনা করতেন শ্রীবরদী সরকারি কলেজে। সেখান থেকেই এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ২০২৪ পরীক্ষায় বসেছিলেন। হঠাৎ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারায় এই মেধাবী ছাত্র।
শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান জানান, নিহত সবুজ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ৬ সদস্যের সংসারের খরচ বহন করে নিজের লেখাপড়া চালিয়ে এই রেজাল্ট করা কম কথা নয়। তাঁর এই রেজাল্টে আমরা শিক্ষকরাসহ তাঁর সহপাঠিরাও আনন্দিত। শুধু তাঁর পরিবার এ আনন্দ নিতে পারছে না ছেলে হারানোর শোকে। আমরা তার শোকাহত অসহায় পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
শহীদ সবুজের মা সমেজা বেগম বলেন আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ঠিকই কিন্তু এ রেজাল্ট তো আমাদের কোন কাজে আসবে না। আমরা চাই প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করে তাদের ফাঁসির দাবি জানায়।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.