ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে ৭২ বোতল বিদেশি মদ এবং ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, গ্রেফতার-৩
- আপডেট সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
এবিসি অনলাইন নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের দুটি পৃথক অভিযানে ৭২ বোতল বিদেশি মদ এবং ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ৩ জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার এসআই মোঃ বিন আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭২ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন ছাতক থানার নজমপুর গ্রামের ফজলুর রহমান (৫০)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামির বসতঘর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা ৭২ বোতল AC BLACK নামক বিদেশি মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয় আল-আমিন নামের আরেক আসামি পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতসহ পলাতক আসামির বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এছাড়া আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এসআই মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার মুক্তিরগাঁও গ্রামের মোঃ শফিউল আলম (২৭) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সনখলা গ্রামের মোঃ আকতার হোসেন (৩৫)। ছাতক পৌরসভাস্থ বাস স্ট্যান্ড সংলগ্ন সোহাগ মিয়ার মার্কেটের সামনের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ৭ হাজার ৫০০ কেজি (১৫০ বস্তা) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা করা হয়েছে।