ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামের তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জমি সংক্রান্ত জেরে হামলায় আহত মা-মেয়ে, থানায় অভিযোগ বগুড়ায় গভীর রাতে ডাকাতি করতে এসে হাত-পা বেঁধে শ্বশুর ও গৃহবধূ খুন বগুড়ার শীর্ষ সন্ত্রাসী তুফানের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি গ্রেফতার বাগমারায় বিল নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত বগুড়ায় চাঞ্চল্যকর নূর আলম হত্যা মামলার ১২ নং অন্যতম পালাতক আসামী গ্রেফতার বগুড়ায় ২২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় শ্বশুড় ও পুত্রবধূকে স্বাসবোধে হত্যা: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  ১২ প্রভাবশালী সাবেক কর্মকর্তার ফ্ল্যাট বরাদ্দ বাতিল: গৃহায়ন প্রকল্পে বড় সিদ্ধান্ত কুড়িগ্রামের সীমান্ত সড়কে শোভা পাচ্ছে সামাজিক বনায়ন

চৌদ্দগ্রামে নিরাপত্তা রক্ষীর হাত-পা বাঁধা লাশ

মো লুৎফর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

মো লুৎফর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।

কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভা অধীনে ফাল্গুনকরা দক্ষিণপাড়া বাদশা বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম বাড়ির সামনে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার টাওয়ারের নিরাপত্তারক্ষী আবুল হাশেমের (৬৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার পৌর এলাকার ফাল্গুনকরা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান জানান, সকালে ফাল্গুনকরায় রবির টাওয়ারে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষীর হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছে। ওসি বলেন, টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই বেশকিছু আলামত সংগ্রহ করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে টাওয়ারটির নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত। সেই সুবাদে আশপাশের বাসিন্দাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তিনি ওই এলাকার ভোটারও হন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

নিরাপত্তারক্ষী সরবরাহকারী প্রতিষ্ঠান এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন জানান, আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লাহ নিরাপত্তারক্ষী হিসাবে একই টাওয়ারে দায়িত্ব পালন করেন। তবে সফিউল্লাহ ঘটনার পর থেকে ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

চৌদ্দগ্রামে নিরাপত্তা রক্ষীর হাত-পা বাঁধা লাশ

আপডেট সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

মো লুৎফর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।

কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভা অধীনে ফাল্গুনকরা দক্ষিণপাড়া বাদশা বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম বাড়ির সামনে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার টাওয়ারের নিরাপত্তারক্ষী আবুল হাশেমের (৬৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার পৌর এলাকার ফাল্গুনকরা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান জানান, সকালে ফাল্গুনকরায় রবির টাওয়ারে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষীর হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছে। ওসি বলেন, টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই বেশকিছু আলামত সংগ্রহ করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে টাওয়ারটির নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত। সেই সুবাদে আশপাশের বাসিন্দাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তিনি ওই এলাকার ভোটারও হন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

নিরাপত্তারক্ষী সরবরাহকারী প্রতিষ্ঠান এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন জানান, আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লাহ নিরাপত্তারক্ষী হিসাবে একই টাওয়ারে দায়িত্ব পালন করেন। তবে সফিউল্লাহ ঘটনার পর থেকে ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

শেয়ার করুন