কামরুল ইসলাম চট্টগ্রাম -
১৯ দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০ রবিউল আউয়াল ১৪৪৪হিজরি১৭ অক্টোবর ২০২২ ইংরেজি ০১কার্তিক১৪২৯বাংলা ১০ম দিবস রোজ সোমবার অধিবেশন শুরু হবে বাদ আছর অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করবেন সাঈদুল ইসলাম, ছাত্র চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া , চট্টগ্রাম। না'আতে রসূল (স.)পরিবেশন করবেন চুনতী মাদ্রাসার প্রবীন শিক্ষক জনাব জাফর মাষ্টার সাহেবের সুযোগ্য দৌহিত্র বিশিষ্ট ব্যাংকার আবু হামেদের কৃর্তী সন্তান হাফেজ ইজহিম বিন হামেদ সামি চুনতী মুন্সি বাড়ি , চুনতী , লোহাগাড়া, চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা নুরুল আলম সাহেব অধ্যক্ষ , বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা সাতকানিয়া। ওয়ায়েজ করবেন মাওলানা আবদুর রহমান জিননুরাইন সাহেব মুহতামিম কোরালখালী মাদ্রাসা চকরিয়া কক্সবাজার। বিষয় - তাকওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা। বাদে মাগরিব ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা জিয়াউল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক , পুটিবিলা দারুলউলুম মাদ্রাসা লোহাগাড়া। বিষয় - সূরা আসরের তফসীর ও শিক্ষা। বাদ এশার ওয়ায়েজ করবেন মাওলানা হোছাইন আল মাহমুদ সাহেব, মুহাদ্দিস , আল জামিয়াতুল ইসলামিয়া, জিরি, চট্টগ্রাম । বিষয় - হাদীস শরীফের বানী(আমি আদম (আ.)সন্তাদের সর্দার) এর আলোকে রসূল (সা.) এর শ্রেষ্ঠত্ব বর্ণনা। ওয়ায়েজ করবেন ড. মাওলানা আবদুল কাদের নিজামী সাহেব মুহাদ্দিস , গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সাতকানিয়া। বিষয় - আসহাবেে সুফফার পরিচয় , রসূল(সা.) এর হাদীসের সংরক্ষণ ও বর্ণনায় তাঁদের ত্যাগ ও কুরবানির বিবরণ।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার