চিরিরবন্দরে তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ১০ দফা দাবী ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের চরম উদ্ধগতি, অবিলম্বে বিএনপি’র দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই জানুয়ারী) বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবর রহমান শাহ’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর -খানসামা) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক নূর আলম সিদ্দিক নয়ন, চিরিরবন্দর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রেজাউল করিম রেজা প্রমূখ।
উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন মোঃ সামসুল আলম, প্রধান শিক্ষক ব্যাঙ্গডোব উচ্চ বিদ্যালয় সহ উপজেলা বিএনপি. ইউনিয়ন, ওয়ার্ড ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।