চারঘাট-বাঘা উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- আপডেট সময় : ০৫:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
২৭-০৫-২০২৩
মো.পাভেল ইসলাম
স্টাফ রিপোর্টার ।
চারঘাট ও বাঘা উপজেলার সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেলে ৪টায় বাঘা উপজেলার বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চারঘাট ও বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট বাঘা- ০৬ আসনের এমপি ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ আহ্রিয়ার আলম এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান রানা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী জেলা শাখা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির আহবায়ক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চারঘাট উপজেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের বক্তব্য প্রাদান করেন এবং নেতা কর্মীরা বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে আরো গতিশীল করতে স্বেচ্ছাসেবক লীগ সর্বদা মাঠে থাকবে। তাছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের আরো যে, সকল সংগঠন রয়েছে তাদের কাধে কাধ রেখে একসাথে চলার অঙ্গীকার করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী মেজবাউল হোসেন সাচ্ছু সভাপতি চারঘাট উপজেলা আওয়ামীলীগ, জনাব মোঃ ফকরুল ইসলাম সাধারণ সম্পাদক চারঘাট উপজেলা আওয়ামীলীগ সহ আরো নেতা কর্মীগণ