চাঁপাইনবাবগঞ্জে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার আটক
- আপডেট সময় : ০৭:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্ত একালায় অভিযান চালিয়ে ৪৩৭ কেজি প্রায় ৮ কোটি টাকার সিটি গোন্ডের অলংকার উদ্ধার করেছে
৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। এ ঘটনায় পাচারকৃত ট্রাক চালকেও আটক করে বিজিবি।
আটক হওয়া ট্রাক চালক সোনামসজিদ বালিয়াদিঘী গ্রাম এলাকায় আব্দুল খালেক এর ছেলে মোঃ আব্দুস শুকুর (৪০)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে (৫৯ বিজিবি) সোনামসজিদ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
এই সময় তিনি অভিযানের বিষয়ে বলেন,
গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে বাংলাদেশী ট্রাকের মধ্যে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে গত রাতে বিজিবি’র একটি চৌকষ টহল দল সীমান্ত পানামা পোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে ওই ট্রাকটি তল্লাশী করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লকুায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি উদ্ধার করতে সক্ষম হন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে