এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ৫৬ বছর বয়সে এইচএসসি লাভ আবদুল হান্নানের তার দাবি সরকারি চাকরিতে বয়সসীমা বাতিলের

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

ছোটবেলায় আভাব অনটনের সংসারে পড়ালেখা বেশি দূর এগোতে পারেননি আব্দুল হান্নান। স্ব-শিক্ষিত আব্দুল হান্নান একসময় আইনজীবীর সহকারী হিসাবে কাজ শুরু করেন। দীর্ঘদিন কাজ করতে থাকা হান্নান যখন আইনজীবী সহকারীর নিবন্ধন পেতে আবেদন করতে যান, তখন জানতে পারেন এসএসসি সনদ ছাড়া মিলবে না নিবন্ধন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামাত গ্রামের আবদুল হান্নান ৫৬ বছর বয়সে এবার এইচএসসি পাস করেছেন। তিনি শিবগঞ্জের ধাইনগর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ থেকে জিপিএ-৩.৯২ পেয়েছেন।

২০২১ সালে যখন তিনি এসএসসি পাশের সনদ অর্জন করলেন, ততদিনে নিবন্ধনের যোগ্যতার মাফকাঠি দাঁড়ায় এইচএসসি পর্যন্ত। প্রয়োজনের তাগিদেই আবারো পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আব্দুল হান্নান, ভর্তি হন কলেজে । এবার তিনি ৩.৯২ জিপিএ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এখন বয়স ৫৬ বছর। এইচএসসিতে উত্তীর্ণ আব্দুল হান্নানের চোখে মুখে এখন আনন্দ। এবার আইনজীবী সহকারী হিসাবে নিবন্ধন পাওয়ার আশার কথা জানালেন আব্দুল হান্নান।

আইনজীবী সহকারী হিসাবে কাজ করার পাশাপাশি আগামীতেও পড়ালেখা চালিয়ে যেতে চান আব্দুল হান্নান। জানান আইনজীবী সহকারী হলেও তিনি আগামীতে “ল” পড়বেন। সেই সাথে চাকুরীতে আবেদনের বয়সসীমা থাকা উচিত নয় বলেও মত এ অদম্য মানুষটির। বলেন পড়ালেখার যেমন বয়স নেই তেমনি চাকুরীতে যোগ দেওয়ার কোন বয়স থাকা উচিত না। যোগ্যতা ও মেধার মূল্যায়ন হওয়া উচিত, বয়স নয়।

এদিকে আব্দুল হান্নানের এমন সাফল্যে খুশি তার পরিবার ও স্থানীয়রা। তাকে অভিনন্দন জানাচ্ছেন সবাই।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ৫৬ বছর বয়সে এইচএসসি লাভ আবদুল হান্নানের তার দাবি সরকারি চাকরিতে বয়সসীমা বাতিলের

আপডেট সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

ছোটবেলায় আভাব অনটনের সংসারে পড়ালেখা বেশি দূর এগোতে পারেননি আব্দুল হান্নান। স্ব-শিক্ষিত আব্দুল হান্নান একসময় আইনজীবীর সহকারী হিসাবে কাজ শুরু করেন। দীর্ঘদিন কাজ করতে থাকা হান্নান যখন আইনজীবী সহকারীর নিবন্ধন পেতে আবেদন করতে যান, তখন জানতে পারেন এসএসসি সনদ ছাড়া মিলবে না নিবন্ধন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামাত গ্রামের আবদুল হান্নান ৫৬ বছর বয়সে এবার এইচএসসি পাস করেছেন। তিনি শিবগঞ্জের ধাইনগর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ থেকে জিপিএ-৩.৯২ পেয়েছেন।

২০২১ সালে যখন তিনি এসএসসি পাশের সনদ অর্জন করলেন, ততদিনে নিবন্ধনের যোগ্যতার মাফকাঠি দাঁড়ায় এইচএসসি পর্যন্ত। প্রয়োজনের তাগিদেই আবারো পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আব্দুল হান্নান, ভর্তি হন কলেজে । এবার তিনি ৩.৯২ জিপিএ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এখন বয়স ৫৬ বছর। এইচএসসিতে উত্তীর্ণ আব্দুল হান্নানের চোখে মুখে এখন আনন্দ। এবার আইনজীবী সহকারী হিসাবে নিবন্ধন পাওয়ার আশার কথা জানালেন আব্দুল হান্নান।

আইনজীবী সহকারী হিসাবে কাজ করার পাশাপাশি আগামীতেও পড়ালেখা চালিয়ে যেতে চান আব্দুল হান্নান। জানান আইনজীবী সহকারী হলেও তিনি আগামীতে “ল” পড়বেন। সেই সাথে চাকুরীতে আবেদনের বয়সসীমা থাকা উচিত নয় বলেও মত এ অদম্য মানুষটির। বলেন পড়ালেখার যেমন বয়স নেই তেমনি চাকুরীতে যোগ দেওয়ার কোন বয়স থাকা উচিত না। যোগ্যতা ও মেধার মূল্যায়ন হওয়া উচিত, বয়স নয়।

এদিকে আব্দুল হান্নানের এমন সাফল্যে খুশি তার পরিবার ও স্থানীয়রা। তাকে অভিনন্দন জানাচ্ছেন সবাই।

শেয়ার করুন