চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ ১ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল্লাহ সনি, নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর অভিযানে চাঁপাইনববাগঞ্জ সদর থানাধীন ৭৪৫ গ্রাম হেরোইন সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বকচর (চররানীনগর)’র মোঃ নইমুদ্দিনের ছেলে মোঃ জামাল (৩৫)
রাজশাহীর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যতে ভিত্তিতে চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন আলতুলী ইউনিয়নের বকচর (চর রানীনগর) গ্রামস্থ জনৈক আব্দুর রশিদের বাড়ীর সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে, ৭৪৫(সাতশত পঁয়তাল্লিশ) গ্রাম, হিরোইন ও ১টি মোবাইল ফোন সীমকার্ড সহ জব্দ করেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করেন র্যাব।