চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে গর্ত থেকে একটি পিস্তল জব্দ করেছে বিজিবি

- আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল্লাহ সনি
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে (৫৯ বিজিবি)’র সদস্যরা। আজ (১৬ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার চামুচা গুচ্ছ গ্রামের বাড়ির বেড়াসংলগ্ন একটি গর্তের মধ্যে পলিথিন স্কচটেপ মোড়ানো অবস্থায় ১টি ওয়ান শুটারগান ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি’র পাঠানো পেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বিজিবি নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন ভোলাহাট বিওপির অধীনস্থ চামুচা গুচ্ছ গ্রাম এলাকায় ০১টি অবৈধ অস্ত্র মাটির নিচে লুকানো রয়েছে।
এপ্রেক্ষিতে আজ সকালে কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ০৯০০-১০৫০ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার ১৯৫/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা গুচ্ছ গ্রামে অভিযান পরিচালনা করে উদ্ধার করে ওয়ান শুটারগানটি উদ্ধার করে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি ভোলাহাট থানায় জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।