চাঁপাইনবাবগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসন ও শিশু একাডেমি’র যৌথ উদ্যোগে শিশু একাডেমি’র হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠিত মহিলা ব্যক্তিত্ব যিনি তাঁর প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনান নবাবগঞ্জ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসফিকা তাহসিন বেবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগীত প্রশিক্ষক আশরাফুল হক মাসুদ, নূর ইসলাম, আবৃতি ও উপস্থাপনা প্রশিক্ষক এইচ এম কাব্য, নৃত্য প্রশিক্ষক সুমাইয়া চৌধুরী ওরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়া নাজনীন ইভা।
আলোচনা শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।