গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সাথে “কাশবন” পরিবারের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ০৯:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সাথে “কাশবন” পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে “কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক ও কাশবন শিল্প সাহিত্য আড্ডার প্রতিষ্ঠাতা কবি মিন্টু হকের নেতৃত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু হাসান, সরকারি কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ড. সিদ্ধেশ্বর মজুমদার, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. আবু হেনা মোস্তফা কামাল, পিটু বিশ্বাস, দুলাল শরীফ, কামাল হোসেন, শরীফ বুলবুল, শাহিন আলম টিটো, আব্দুর রশিদ প্রমূখ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতের পর “কাশবন” পরিবারের পক্ষ থেকে কাশবন সাহিত্য পত্রিকার বিশেষ একটি সংখ্যা “অমেয় আলোর কবি রফিক আজাদ” জেলা প্রশাসকের হাতে তুলে দেন কবি মিন্টু হক সহ কাশবন পরিবারের সকল সদস্যবৃন্দ।