গাড়ী চাপায় অটোযাত্রীর মৃত্যুঃ চালক গ্রেফতার
- আপডেট সময় : ০৩:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
মোঃ আসাদুল্লাহ সনি
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ সদরের পণ্য বাহী গাড়ী ট্রলি চাপায় তোফাজ্জল (৪২) নামে একজন অটোযাত্রী মারা যায়। সেদিনই পলাতক চালককে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই দুর্ঘটনা ঘটে পরে র্যাব তথ্য পেয়ে সেদিনি রাত সারে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার শাহাজানপুর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভোলাপাড়া নরেন্দ্রপুর এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে
মোঃ জিহাদী (৪২)।
সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কাম্প র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লেখ্য গতকাল ১৭ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার শেখ হাসিনা ব্রিজের উত্তর পার্শ্বে আম্বিয়া হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে আরও জানা যায়,একটি পণ্যবাহী ট্রলি অটোরিক্সাকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তোফাজ্জল (৪২) ঐ অটোযাত্রী মারা যায়।
উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।