ব্রেকিং নিউজঃ
গাজীপুরে কাজী আজিমউদ্দিন কলেজ পরিদর্শন করলেন জিএমপি পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থিত কাজী আজিমউদ্দিন কলেজ বুধবার ০৪ ডিসেম্বর পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। এসময় তিনি কলেজে উপস্থিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র/ছাত্রীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
কলেজ পরিদর্শনকালে কমিশনার তার বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নকল্পে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দেন এবং যথাযথ আইন মেনে চলার জন্য অনুরোধ করেন।
এসময় আরো যারা উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ অহিদুল ইসলাম, কলেজের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও কলেজের বিভিন্ন শিক্ষক/শিক্ষিকাসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।