গরু চুরি মামলায় চোর আটক, উদ্ধার হলো চুরি যাওয়া গরু

- আপডেট সময় : ১১:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১১ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ এক গরু চোরকে গ্রেফতার করে তার হেফাজত থেকে চুরি যাওয়া গরু উদ্ধার করেছে। এই ঘটনায় চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত ২৪ জুন ২০২৫ ইং তারিখ দুপুর ১২টার দিকে শাজাহানপুর থানাধীন নগর আমরুল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার (৬৫) তার তিনটি গরু স্থানীয় মোঃ রফিকুল ইসলামের ভুট্টা ক্ষেতে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। পরে দুপুর ১টার দিকে গরু আনতে গিয়ে দেখতে পান একটি কালো রঙের গাভী গরু চুরি হয়ে গেছে।
ঘটনার পর পরই তিনি শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে তদন্তে নামে পুলিশ।
তদন্তের ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অবশেষে ১ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে বগুড়া জেলার ধুনট থানাধীন শৈলমারী গ্রামে অভিযান চালিয়ে মোঃ সোহেল (৩২), পিতা- মোঃ আজাদুল রহমান, সাং- ফুলকোর্ট মধ্যপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চুরি যাওয়া গরুটিও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে গরু চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।