গফরগাঁওয়ে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত মোবারক হোসেন (২৬)এক যুবকের মৃত্যু হয়েছে।
৮ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায় ময়মনসিংহ গফরগাঁও সড়কের বালিপাড়া নামক স্থানে গত রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে।
উপজেলার চর আলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী দুর্ঘটনায় নিহত মোবারক হোসেন। ঘটনার বিবরনে জানাযায় রবিবার বিকেলে ময়মনসিংহ শহরে কাজ শেষ করে গফরগাঁও পৌরসভায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা করেন। ময়মনসিংহ গফরগাঁও সড়কের বালিপাড়া নামক স্থানে পৌঁছিলে সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজনের সহায়তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার পরিবর্তন না হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।