গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে খেয়ানৌকা হতে পড়ে ১যুবক নিখোঁজ

- আপডেট সময় : ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নং বারবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা খেয়া ঘাটে নৌকা করে নদী পারাপার হতে গিয়ে মাঝ নদীতে আবু আনাস (১৭)নামে এক যুবক ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়।
আজ ২৪ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টা সময় চারিপাড়া খেয়া ঘাটেরখেয়া নৌকা দিয়া নদী পারাপার করার সময় মাঝ নদীতে পড়ে গিয়ে আনাস নামের যুবক নিখোঁজ হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায় নদীতে নিখোঁজ আনাস( ১৭) কিছুটা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। সে ব্রহ্মপুত্র নদে খেয়ানৌকা পারাপার হয়ে তার বাবার কাছে আসছিল। উক্ত নৌকায় স্কুল শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা ছিল।
এই নিখোঁজের ঘটনার সংবাদ পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিস দল এসে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে ময়মনসিংহ ডুবুরি দলকে উদ্ধার কাজে আহ্বান জানান। এই প্রতিবেদন লেখার পর্যন্ত ডুবরী দল উদ্ধার কার্য পরিচালনা করেছেন।
গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরকামারিয়া গ্রামের সাইলুন ইসলামের পুত্র।