গনতন্ত্র হত্যা দিবস ও গনতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ের লক্ষে সমাবেশ

- আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা,
খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলা সদরের ভাঙ্গাব্রিজ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন দেশে কোন গনতন্ত্র নেই,ভোটের অধিকার নেই গ্যাস বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্ব গতির কারনে জনগনের জীবন বিষন্ন হয়ে উঠেছে।
এই সরকারকে বিদায় করে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে।
আরো বলেন বিএনপি ক্ষমতার জন্য নয় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে সৈরাচারী সরকারের বিরোদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে।
জনগনকে সৈরাচারের বিরোদ্ধে রুখে দাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দগন।
আগামীতে সরকার হটানোর একদফা দাবী নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন ও সভাপতিত্ব করেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার,সহ-সভাপতি কংচারী মাষ্টার,সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা,
সহ-সভাপতি হাফেজ আহমদ ভূইয়া,
যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন চেয়ারম্যান(সাবেক),যুগ্ম সম্পাদক -অনিমেষ দেওয়ান রিংকো,সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা ও আবু তালেব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।