খুলনা মেট্রোপলিটন পুলিশের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত ।

- আপডেট সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন এঁর ময়মনসিংহ ২য় এপিবিএন সিও এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ আবুল কালাম আজাদ এর কেএমপি হতে ট্রাফিক ড্রাইভিং স্কুল, মিল্ক ব্যারাক, ঢাকায় বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল ১২ মার্চ বুধবার বিকালে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সৌজন্য উপহার এবং স্মৃতিস্মারক প্রদান করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কেএমপিতে কর্মকালীন সময়ে বিদায়ী অতিথিবৃন্দের কর্মকালের স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার বিদায়ী অতিথিবৃন্দকে সততা, নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করার অনুরোধ করেন এবং তাদের কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ পুলিশের মর্যদা অক্ষুন্ন রাখতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী অতিথিদ্বয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এ সময় কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।