খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন’র বটিয়াঘাটায় আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন

- আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনার বটিয়াঘাটায় গতকাল শনিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন ভাদলবুনিয়া এলাকায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সরকারের উপ-পরিচালক মোঃ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এস এম মমিন, সহকারী কমিশনার কার্যালয়ের সৈয়দ রেফায় আবিদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ । এসময় আশ্রায়ন প্রকল্পে সুফলভোগীরা পুকুরে দুটি ঘাট, রাস্তা মেরামত ও খেলার মাঠ ভরাট সহ বিভিন্ন দাবি-দাওয়া জেলা প্রশাসক মহোদয়ের নিকট উত্থাপন করেন । তাদেরে ওই দাবি-দাওয়া আশ্বাসের প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।এ সময় উপকারভোগীরা বলেন আমাদের ভিটা মাটি ছিল না আমরা এখন একটু জায়গাসহ ঘর পেয়ে সুখে শান্তিতে বসবাস করছি।