খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন/২০২৫ কার্যক্রমের তৃতীয় দিন।

- আপডেট সময় : ১২:২৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
খুলনা জেলা প্রতিনিধিঃ
”সেবার ব্রতে চাকরি”এই শ্লোগানকে সামনে রেখে খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
১২ আগস্ট মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test এর ৫ম ইভেন্ট (১৬০০/১০০০ মিটার দৌড়), ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং), ৭ম ইভেন্ট (রোপ ক্লাইম্বিং)-এ পুরুষ/নারী যোগ্য প্রার্থীদের বাচাই করা হয়।
দিন শেষে নিয়োগ বোর্ডের সভাপতি খুলনা জেলার মান্যবর পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন, শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test)-এ উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের অভিনন্দন জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের সদস্যগণ,পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।