ব্রেকিং নিউজঃ
খুলনা কেএমপির লবনচরা থানা পুলিশ গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ।

ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:২৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা মেট্রোপলিটনপুলিশের লবণচরা থানা পুলিশ গতকাল ২৮ মার্চ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজখামার এলাকা অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের জয়নালের পুত্র মইনুদ্দিন (১৯) ,কেএমপির লবণচরা থানার ঠিকরাবন্দ এলাকার নিখিল সুতারের পুত্র জয়ন্ত সুতার(১৯) এবং কেএমপির লবণচরা থানার নিজখামার এলাকার মোঃ আবুল বাশারের মোঃ ইব্রাহিম (২১) খুলনাদেরকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেলসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।