খুলনা আইনজীবী সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
খুলনা আইনজীবী সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান’র তাৎপর্য বিষ অন্যয়ক আলোচনা উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৯ মার্চ বুধবার বিকেলে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । খুলনা জেলা আইনজীবী সমিতির প্রভাবশালী নেতা অ্যাডভোকেট শেখ সুমন হোসেন রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল । আইনজীবী সমিতির অন্যতম নেতা এডভোকেট তৌহিদুর রহমান তুষার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদল’র সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। এছাড়াও খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । দোয়া ও মাহফিল শেষে রোজাদারদের হাতে ইফতার তুলে দেয়া হয় ।