ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অডিট সম্পন্ন

- আপডেট সময় : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪২৪ বার পড়া হয়েছে

এবিসি নিউজ ডেস্কঃ
কুষ্টিয়া জেলার অন্তর্গত ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অডিট সম্পন্ন হয়েছে।
২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) জনাব জাহিদা সিদ্দিকা, শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, ঢাকা, পরিদর্শনে এসে বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ, পার্ক, সীমানাপ্রাচীর, ওয়াসব্লক সহ বিভিন্ন বিষয়ে সার্বিক পরিদর্শন করেন। অফিসিয়াল কাগজপত্রের নিবিড় পর্যবেক্ষণ করেন।
সামগ্রিক দৃষ্টিতে তিনি অত্র বিদ্যালয়ের সুদূরপ্রসারী উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আলোচনা করেন। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পাঠদানের বিষয়ে আরও সক্রিয় হতে বিনীত অনুরোধ জানান। যাতে করে ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার মধ্যে স্বনামধন্য বিদ্যালয়ের স্থান অর্জন করে।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোঃ তৌহিদ সরোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, সহকারী শিক্ষক আবুল কাশেম খান, মাসুদ রানা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।