“কোথায় নেই বৈষম্য ” অবিলম্বে গ্যাস সংযোগ দেওয়ার দাবি!

- আপডেট সময় : ১০:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

“কোথায় নেই বৈষম্য ” অবিলম্বে গ্যাস সংযোগ দেওয়ার দাবি!
এবিসি ন্যাশনাল ডেস্ক নিউজ:দীর্ঘদিন আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকার কারণে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিড়ম্বনা চরম পর্যায়ে পৌঁছেছে। নতুন বাড়িঘর হয়েছে বা হচ্ছে তাতে লাইনের গ্যাস সংযোগ বন্ধ থাকার কারনে বেড়েছে বাসা ভাড়া। সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে করতে মানুষের নাভিশ্বাস উঠেছে চরম পর্যায়ে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরেকদিকে গ্যাস সিলিন্ডার। এই দিকে কেউ নজর দেয় নাই। যারা লাইনের গ্যাস ব্যবহার করে তারা বিল দেয় সারা মাসে ১০৮০/ টাকা, আর একটা ফ্যামিলিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে দুইটা সিলিন্ডার দরকার হয়, যার একটার দাম ১৪৫০ × ২= ২৯০০/ টাকা এখানেও সাধারণ জনগণ বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্য কবে দূর হবে? গ্যাস সেক্টরে কর্মরত প্রায় লক্ষাধিক শ্রমিক তাদের কথা চিন্তা না করে হঠাৎ করে ২০১৫ সালে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ঠিকই বড়লোকদের গাড়ির জন্য সিএনজি কনভার্শন করে গ্যাস ব্যবহার করা হচ্ছে। সাধারণ জনগণের কথা গাড়িতে ব্যবহৃত সিএনজি গ্যাস বন্ধ করে দিয়ে হলেও আবাসিক গ্যাস সংযোগ চালু করা হোক। মোট গ্যাস ব্যবহারের ৫% গ্যাস আবাসিকে ব্যবহার হয়। সেক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস, সুন্দরবন গ্যাস, জালালাবাদ গ্যাস,কর্ণফুলী গ্যাস,বাখরাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর আওতায় সকল বাড়িওয়ালা এবং সাধারণ জনগণের দাবি অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালুকরা হোক এবং এই বৈষম্য দূর করা হোক। যদি আবাসিকে গ্যাস সংযোগ না দেয়া হয়, সে ক্ষেত্রে সবাইকেই সিলিন্ডারের আওতায় আনা হোক। তথ্যে জানা যায় একটা বাড়িতে দুইটা চুলা আছে আরো পাঁচটা চুলা বর্ধিত করার দরকার সেখানে বৈধভাবে বর্ধিত করার সুযোগ না পেয়ে অবৈধভাবে ব্যবহার করছে কিছু বাড়িওয়ালা। সরকার সেক্ষেত্রে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। এগুলো বন্ধও করতে পারছেনা গ্যাসের কর্মচারী কর্মকর্তা বৃন্দ। যদিও অবৈধ ব্যবহারকারী ধরা পড়ছে কিন্তু কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে ! এবং কিছু অসাধু ব্যক্তির পকেটে টাকা চলে যাচ্ছে। কোন বাড়িওয়ালা অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে চায় না, সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে তারা এই অসাধু উপায় অবলম্বন করছে। তাই বাড়িওয়ালা, সাধারণ জনগণ এবং গ্যাসে কর্মরত ঠিকাদার,ফিটার,ওয়েল্ডার, লেবার সহ সবাই সরকারের কাছে জোর দাবি জানিয়েছে, অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালু করে জনদুর্ভোগ এবং বৈষম্য দূর করা হোক ।