কেএমপির সোনাডাঙ্গা থানা পুলিশ রাসেল হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে

- আপডেট সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গত ৩১ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন শেরেবাংলা রোড আমতলা মোড় হতে রাসেল হত্যা মামলার আসামী ঝালকাঠি জেলার রাজাপুর থানার পেংডী এলাকার মোঃ হানিফ শেখের পুত্র আব্দুর রাজ্জাক (৩৮) এ/পি সাং-শেরেবাংলা রোড, আমতলা, থানা-খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত ০৩ মার্চ ২০২৪ তারিখ রাত্র ০১:৪৫ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী রোডস্থ তানজীমুল মাদরাসার গলির মুখে ভিকটিম আশিকুর রহমান রাসেল (২৭) কে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ভাইয়ের এজাহারের প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৩/১১/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে আসামী আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে খুলনাসহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ ৫ টি মামলা রয়েছে ।