কৃষিপণ্য পরিবহন সহজীকরণ ও শিক্ষার মান উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এইচ.বি.বি রাস্তার ভূমিকা

- আপডেট সময় : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
একটি রাস্তার জন্য গ্রামবাসীদের জনদুর্ভোগ এ সংক্রান্ত গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের নির্দেশনায় কৃষিপণ্য পরিবহণ ও শিক্ষার মান উন্নয়ণের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের করিমের বাড়ি হতে গোরস্থান পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকার পরির্বতে জরুরী ভিত্তিতে এইচবিবি করা হয়েছে। এতে দনগাঁও এবং দুবরা বাড়ি ওই দুটি গ্রামের ৫ হাজার মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পথ চলাচল এবং গ্রামের কৃষক মানুষের কৃষি পণ্য বহনের দীর্ঘ দিনের জনদুর্ভোগ থেকে মুক্তি পেয়ে সুপথ ফিরে পেলো এবং পাল্টে গেছে গ্রামীন জনপদের চিত্র এতে বেজায় খুঁশি গ্রামবাসী। কৃষক করিম, সাহিরুল দুলাল , স্কুল – কলেজ গামী ছাত্র-ছাত্রী অবিভাবক সহ গ্রামের সকল শ্রমজিবী মানুষ সকলেই বলেন , আপনাদের লেখনির মাধ্যমে আমাদের ৫০ বছরের এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে সুপথ ফিরে পেলাম এতে আমরা খুশি। হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস এম এ করিম বলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের নিদের্শনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে খাকড় তলা বাই পাস রাস্তা ও দনগাঁও করিমের বাড়ি থেকে পূর্বে গোরস্থান পর্যন্ত এক কিলো মিটার রাস্তা ৫৯ লক্ষ ৭৬ হাজার ৭৩৫ টাকা ব্যায়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজ করে জনসাধারণের চলাচলের উপযুক্ত করে দেওয়া