ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা । চিলাহাটিতে নতুন রুপে যাত্রা শুরু করল ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ইপিল গাছ থেকে ডোমারে গৃহবধু দিশার মরদেহ উদ্ধার  নওহাটা পৌর বিএনপি’র কাউন্সিলে সভাপতি রফিক সম্পাদক পিটার নির্বাচিত তেঁতুলিয়ায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশন বাংলাদেশের পরিচালকের মতবিনিময় সভা নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক আরিফ মিরগন্জ ইউনিয়ন বিএনপির জনসসভা অনুষ্ঠিত।  ঈমানের অগ্নিপরীক্ষা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। 

কুড়িগ্রামে অল্প খরচে ভুট্টা চাষে লাভের হিসেব গুনছে কৃষক 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ০৯:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের চর ও বিভিন্ন এলাকাসহ নিষ্ফলা জমিতে ভুট্টার বাম্পার চাষ হয়েছে এবার। ভালো দাম পাওয়ায় এ অঞ্চলে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ভুট্টা চাষ।

 

কুড়িগ্রাম কৃষি বিভাগ জানিয়েছে, চলতি রবি মৌসুমে ভুট্টার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকুল আবহাওয়া, সঠিক পরিচর্যায় ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প খরচে অধিক ফলনের আশাবাদী তারা।

 

কৃষি বিভাগ জানায়, ভুট্টা চাষে এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলার ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, এ পর্যন্ত ১৬ হাজার ৮৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। চরাঞ্চলসহ আরও বিভিন্ন এলাকায় ভুট্টা চাষের কাজ চলছে। ভুট্টা চাষ লাভজনক এবং স্থানীয় মাটিতে ভালো ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

 

সরেজমিনে নদনদী অববাহিকার বিভিন্ন চর ও দ্বীপ-চরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

 

জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চরমাধবরাম এলাকায় ধরলা নদীর অববাহিকায় বহু একর জায়গা জুড়ে ভুট্টা খেত। মাঠের পর মাঠ এতো সুবিশাল সবুজের সমাহারে নয়ন জুড়িয়ে যায়। খেতগুলোতে পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পাড় করছেন।

 

ওই এলাকার ভুট্টা চাষী আজগার আলী বলেন, প্রতিবার ভুট্টার চাষ করে আসছি। ভুট্টা চাষে অল্প খরচে অধিক লাভ হয়। এবার ৬ বিঘা জমিতে ৯১ জাতের ভুট্টার চাষ করেছি। এখন পর্যন্ত ৮০ হাজার টাকার মতো ব্যায় হয়েছে। অনুকূল আবহাওয়া ও দর ভালো হলে এবারও লাভবান হবো।

 

চর রাজিবপুরের কোদালকাটি ইউনিয়নের শিক্ষক আমিনুর রহমান বলেন, অল্প শ্রমে এ অঞ্চলের ভূমিতে ভুট্টার ভালো ফলন হয় বলে চাষীদের মাঝে আগ্রহ বাড়ছে। অনান্যদের মতো এ ইউনিয়নের মঞ্জু মিয়া ২০ একর জমিতে, আবু তালেব ১ একর জমিতে ও নজরুল ইসলাম ৪ একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। প্রতি একর জমিতে ১০০ মনের অধিক ভুট্টা পাওয়ায় স্বাবলম্বী হয়েছেন মঞ্জু মিয়া।

 

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আসাদুজ্জামান বলেন, চলতি রবি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ভুট্টার চাষ হয়েছে। চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আরও চাষাবাদের কাজ চলছে। গতবার বাজারদর ভালো পাওয়ায় এবারও কৃষকরা বেশী করে ভুট্টার চাষ করছেন। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শসহ উন্নত বীজ, সার ও বিভিন্ন উপকরণ দিয়ে আসছি।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে অল্প খরচে ভুট্টা চাষে লাভের হিসেব গুনছে কৃষক 

আপডেট সময় : ০৯:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের চর ও বিভিন্ন এলাকাসহ নিষ্ফলা জমিতে ভুট্টার বাম্পার চাষ হয়েছে এবার। ভালো দাম পাওয়ায় এ অঞ্চলে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ভুট্টা চাষ।

 

কুড়িগ্রাম কৃষি বিভাগ জানিয়েছে, চলতি রবি মৌসুমে ভুট্টার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকুল আবহাওয়া, সঠিক পরিচর্যায় ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প খরচে অধিক ফলনের আশাবাদী তারা।

 

কৃষি বিভাগ জানায়, ভুট্টা চাষে এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলার ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, এ পর্যন্ত ১৬ হাজার ৮৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। চরাঞ্চলসহ আরও বিভিন্ন এলাকায় ভুট্টা চাষের কাজ চলছে। ভুট্টা চাষ লাভজনক এবং স্থানীয় মাটিতে ভালো ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

 

সরেজমিনে নদনদী অববাহিকার বিভিন্ন চর ও দ্বীপ-চরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

 

জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চরমাধবরাম এলাকায় ধরলা নদীর অববাহিকায় বহু একর জায়গা জুড়ে ভুট্টা খেত। মাঠের পর মাঠ এতো সুবিশাল সবুজের সমাহারে নয়ন জুড়িয়ে যায়। খেতগুলোতে পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পাড় করছেন।

 

ওই এলাকার ভুট্টা চাষী আজগার আলী বলেন, প্রতিবার ভুট্টার চাষ করে আসছি। ভুট্টা চাষে অল্প খরচে অধিক লাভ হয়। এবার ৬ বিঘা জমিতে ৯১ জাতের ভুট্টার চাষ করেছি। এখন পর্যন্ত ৮০ হাজার টাকার মতো ব্যায় হয়েছে। অনুকূল আবহাওয়া ও দর ভালো হলে এবারও লাভবান হবো।

 

চর রাজিবপুরের কোদালকাটি ইউনিয়নের শিক্ষক আমিনুর রহমান বলেন, অল্প শ্রমে এ অঞ্চলের ভূমিতে ভুট্টার ভালো ফলন হয় বলে চাষীদের মাঝে আগ্রহ বাড়ছে। অনান্যদের মতো এ ইউনিয়নের মঞ্জু মিয়া ২০ একর জমিতে, আবু তালেব ১ একর জমিতে ও নজরুল ইসলাম ৪ একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। প্রতি একর জমিতে ১০০ মনের অধিক ভুট্টা পাওয়ায় স্বাবলম্বী হয়েছেন মঞ্জু মিয়া।

 

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আসাদুজ্জামান বলেন, চলতি রবি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ভুট্টার চাষ হয়েছে। চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আরও চাষাবাদের কাজ চলছে। গতবার বাজারদর ভালো পাওয়ায় এবারও কৃষকরা বেশী করে ভুট্টার চাষ করছেন। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শসহ উন্নত বীজ, সার ও বিভিন্ন উপকরণ দিয়ে আসছি।

শেয়ার করুন