দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া।।
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ এবং এক এতিম কিশোরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিজিবি’র মানবিক সহায়তায় গবাদি পশু প্রদান করেছেন । কুষ্টিয়া (৪৭ বিজিবি'র)- এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবস্তরের মানুষ।
২৯ মার্চ সকাল ১১ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর নেতৃত্বে আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ ৪২টি পরিবারের মাঝে ঈদ উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই পরিবারগুলো বিজিবি’র অনুপ্রেরণায় মাদক ব্যবসা ত্যাগ করে সৎ পথে জীবিকা নির্বাহে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। উপহারস্বরূপ প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ৫০০ গ্রাম বনফুল লাচ্ছা সেমাই, ৪০০ গ্রাম মুড়ি ও ১ কেজি পোলাও চাল প্রদান করা হয়।
একই দিনে মানবিক বিবেচনায় অধিনায়ক মহোদয় এতিম কিশোর মোঃ মনিরুল ইসলাম কালু (বয়স ১১), পিতা-ফজর আলী, গ্রাম-আতারপাড়া, ডাকঘর-চিলমারী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’র হাতে একটি গবাদি পশু তুলে দেন, যাতে সে নিজে তা লালন-পালন করে ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, মনিরুল ইসলাম কালুর মা ২০২১ সালে পারিবারিক কলহে আত্মহত্যা করেন এবং তার পিতা পুনরায় বিবাহ করে অন্যত্র বসবাস করছেন। বর্তমানে সে তার বৃদ্ধ নানা-নানীর আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে। বিজিবি কর্তৃক পূর্বে আটককৃত একটি গবাদি পশু কাস্টমস কর্তৃক নিলামের মাধ্যমে প্রাপ্ত হয়ে মনিরুলকে প্রদান করা হয়। সমাজে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে এই মহতী পদক্ষেপ গ্রহণ করা হয়, যা সমাজের অন্যান্য সম্ভাবনাময় ও অসহায় শিশুদের ভবিষ্যৎ গড়ার পথে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
উক্ত অনুষ্ঠানস্থলে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বিজিবি’র এই মহানুভবতাপূর্ণ ও মানবিক উদ্যোগে উপস্থিত সকলেই গভীর প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.