কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ বাদ রেখে ২৯৮ আসনে প্রার্থী’র নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ঃ ABC National News.

- আপডেট সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ বাদ রেখে ২৯৮ আসনে প্রার্থী’র নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ঃ ABC National News.
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন।
ওবায়দুল কাদের ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি।
আজ দিনের প্রথম ভাগে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।