কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার ফেলানীর পরিবারকে

- আপডেট সময় : ১১:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
ঈদ উপহার পেলো সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানীর পরিবার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় ঈদ উপহার ও আর্থিক সহায়তা ফেলানির বাবার হাতে তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
ঈদ উপহার হিসেবে ফেলানির পরিবারের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার একটি চেক এবং জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর বাবা নুর ইসলাম।
ঈদ উপহার পেলো সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানীর পরিবার।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা সমাজসেবার উপ পরিচালক মুহ. হুমায়ুন কবির প্রমুখ।
ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘সীমান্তে আমার চোখের সামনে আমার মেয়েকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় বাহিনী। এত বছর পরও আমি মেয়ে হত্যার বিচার পাইনি। খুনি বিএসএফ সদস্য অমীয় ঘোষ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।’