ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কু‌ড়িগ্রাম জেলা সদর হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ওএস‌ডি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ইউনূস খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন/২০২৫ কার্যক্রমের তৃতীয় দিন। সলঙ্গা  কুতুবের চর এলাকায়  অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন। দৌলতপুরে বাঁকী না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে দিল যুবক সরকারি নির্দেশে পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো, ভোক্তাদের জন্য সুখবর কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা কুড়িগ্রামে সারের ডিলারদের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের খুলনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে -জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

কিশোর গ‍্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে মইন বাবু (১৮) ও পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। তারা উভয়েই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই আলিম টেস্ট পরীক্ষা শেষে সহপাঠী এক মেয়েকে নিয়ে ফেরার পথে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে কিশোর গ্যাং তাদের পথরোধ করে অশালীন আচরণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রাণের ভয়ে ছাত্রাবাসে ফিরে যায়।

 

এর জেরে ২০ জুলাই বিকেলে আলিম আইসিটি পরীক্ষা শেষে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বরে একই গ্যাং তাদের আবারও আটকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা শিক্ষার্থীদের নাকে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারে, গলা টিপে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং মুখের দাড়ি উপড়ে ফেলে। এ সময় তাদের পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনের সিম খুলে ফোন নিয়ে যায়।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে মইন বাবুর বাবা ময়নুল হক বাদী হয়ে ২৯ জুলাই ভূরুঙ্গামারী থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে মামলা (নং-২৩) দায়ের করেন।

 

নামীয় আসামিরা হলেন– মোঃ নাঈম হোসেন (২২), মোঃ আনাস উদ্দিন (২০), মোঃ ফাহিম (১৮), মোঃ নাহিদ মিয়া (২২), শ্রী বিরাজ (১৮), মোঃ রুমান মিয়া (২০), মোঃ তাসফিক (২০) ও শ্রী প্রনব (১৮)। এরা সবাই ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,

মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।”

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

কিশোর গ‍্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত

আপডেট সময় : ১১:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে মইন বাবু (১৮) ও পাইকেরছড়া ইউনিয়নের আদর্শ মোড় এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। তারা উভয়েই ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই আলিম টেস্ট পরীক্ষা শেষে সহপাঠী এক মেয়েকে নিয়ে ফেরার পথে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে কিশোর গ্যাং তাদের পথরোধ করে অশালীন আচরণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রাণের ভয়ে ছাত্রাবাসে ফিরে যায়।

 

এর জেরে ২০ জুলাই বিকেলে আলিম আইসিটি পরীক্ষা শেষে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বরে একই গ্যাং তাদের আবারও আটকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা শিক্ষার্থীদের নাকে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারে, গলা টিপে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং মুখের দাড়ি উপড়ে ফেলে। এ সময় তাদের পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনের সিম খুলে ফোন নিয়ে যায়।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে মইন বাবুর বাবা ময়নুল হক বাদী হয়ে ২৯ জুলাই ভূরুঙ্গামারী থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে মামলা (নং-২৩) দায়ের করেন।

 

নামীয় আসামিরা হলেন– মোঃ নাঈম হোসেন (২২), মোঃ আনাস উদ্দিন (২০), মোঃ ফাহিম (১৮), মোঃ নাহিদ মিয়া (২২), শ্রী বিরাজ (১৮), মোঃ রুমান মিয়া (২০), মোঃ তাসফিক (২০) ও শ্রী প্রনব (১৮)। এরা সবাই ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,

মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।”

শেয়ার করুন