কিলিং মিশনে অংশ নেওয়া ঘাতক সাকিব হোসেন গ্রেফতার

- আপডেট সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

এবিসি নিউজ ডেস্ক।
তৌহিদ সরোয়ার।
কুষ্টিয়ার ভেড়ামারার প্রফেসর পাড়ায় মঙ্গলবার (১৩-০৬-২৩ ইং) গোলাম মোস্তফা রুবেল’র (রুবেল অটোর মালিক) বাড়ি থেকে দুপুর ১২ টার সময় তুষার মন্ডল জিম’র (২০) মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ ঐদিন মঙ্গলবার রাতে ঘাতক সাকিব কে আটক করে পুলিশ। বুধবার ঘাতক সাকিব হোসেন কে জেল হাজতে প্রেরণ করা হয়।
নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে। ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়- তুষার মন্ডল জিমকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে তার মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি। এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে শহরের প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটোর মালিক) এর বাড়িতে আড্ডা দিতেন সেখানে তার ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান।
সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার বিকালে তুষার মন্ডল জিম এর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। বুধবার দুপুর ২টায় লাশ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়।
মাদক সেবনকে কেন্দ্র করে তুষার মন্ডল জিমকে নির্মম ভাবে হত্যা করেছে ঘাতক সাকিব হোসেন ও তার দল।ঘাতক সাকিব হোসেন ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার মৃত সিরু ড্রাইভারের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হত্যার মূল পরিকল্পনাকারি শহরের প্রফেসার পাড়া এলাকার মৃত সিরু ড্রাইভারের ছেলে ঘাতক সাকিব হোসেন কে আটক করা হয়েছে । অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।