কলকাতার সাঁই ক্যাম্পাসে শুরু হয়েছে ১৩তম, ইন্টার জেলা বিদ্যালয় বালিকা ও বালক হকি প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলা বিদ্যালয় শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলামের উপস্থিতিতে শুরু হয়েছে ১৩তম ইন্টার জেলা হকি প্রতিযোগিতা। এদিন কলকাতার সাঁই ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম। সার সামনে ১৩তম, সাব জুনিয়র ১৫,বছর, বয়সে র বালক ও বালিকাদের নিয়ে এই হকি প্রতিযোগিতা। মোট ১০,টি, জেলা বালক এবং ১৪টি, জেলা বালিকা দল হিসেবে থাকবে। এই দল থেকে বিজয়ী দল হিসেবে আগামী দিনে ভারতের রাজধানী দিল্লি তে জহরলাল নেহেরু জাতীয় হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হন পশ্চিম বাংলা র সাঁই ক্যাম্পাসে র পশ্চিম বাংলা সরকারের ক্রিয়া ও সাংস্কৃতিক দপ্তরের প্রতিনিধি ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম। তিনি সকল জেলা বিদ্যালয় থেকে আশা খেলয়াড় ও ক্রিয়া প্রতিনিধি দল এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদদের শুভেচ্ছা জানান।।