এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ

কবিতা “বিচরণ “

এস এম এ গোফরান স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

এস এম এ গোফরান
স্টাফ রিপোর্টার

কবিতা “বিচরণ”

কবি ও লেখক:-শেখ তিদুমীর আকাশ

আমার বিচরণ সর্বদা তোমার যত
চাওয়ায় বেঁধেছো প্রিয়
একোন ছলে বদ্ধ প্রেমের মায়ায়

তব আমার পদ চরণা শুধুই তোমায় নিয়ে
যত অবাধ সাধন করিতে চাই
তোমাকে ঘিরে।

স্বপ্নের ঘরে খুঁজে ফিরি যেদিকে তাকাই
শুধু তুমি,
পুরানো স্মৃতির মাঝে একাকীত্বে বেঁচে
এই আমি।

আমারই স্বপ্নের মাঝে আজো
বিচরণ কর তুমি
ভুল করেও যদি আসো তুমি
আশায় থাকি পথ চেয়ে আমি।

আমি নষ্ট হয়েছি কষ্ট পেয়ে
তুমিও চলে গেলে,
একবার ভাবলেনা নষ্ট হয়েছি
তোমারই কারণে

তবুও কর বিচরণ চোখ বুঝলে
আমার মাঝেই আমারি উর্দাসী ভাবনা গুলো
তোমাকে ঘিড়েই।

বিশ্বাস করো কাউকে কখনোই
ভালবাসতে পারিনি।

ধ্যানে জ্ঞানে অকুণ্ঠে ডুব দিয়েছি
তবু তোমায় ভোলা হয়নি

মোর অস্তিত্বের অভয়ারণ্যে
শুধুই তোমার বিচর
কাঁদালে শুধু বুঝিলাম শেষে সবই
তোমার প্রেমের ধরণ।

সময়:-০৫/১১/২০২৪ইং।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

কবিতা “বিচরণ “

আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

এস এম এ গোফরান
স্টাফ রিপোর্টার

কবিতা “বিচরণ”

কবি ও লেখক:-শেখ তিদুমীর আকাশ

আমার বিচরণ সর্বদা তোমার যত
চাওয়ায় বেঁধেছো প্রিয়
একোন ছলে বদ্ধ প্রেমের মায়ায়

তব আমার পদ চরণা শুধুই তোমায় নিয়ে
যত অবাধ সাধন করিতে চাই
তোমাকে ঘিরে।

স্বপ্নের ঘরে খুঁজে ফিরি যেদিকে তাকাই
শুধু তুমি,
পুরানো স্মৃতির মাঝে একাকীত্বে বেঁচে
এই আমি।

আমারই স্বপ্নের মাঝে আজো
বিচরণ কর তুমি
ভুল করেও যদি আসো তুমি
আশায় থাকি পথ চেয়ে আমি।

আমি নষ্ট হয়েছি কষ্ট পেয়ে
তুমিও চলে গেলে,
একবার ভাবলেনা নষ্ট হয়েছি
তোমারই কারণে

তবুও কর বিচরণ চোখ বুঝলে
আমার মাঝেই আমারি উর্দাসী ভাবনা গুলো
তোমাকে ঘিড়েই।

বিশ্বাস করো কাউকে কখনোই
ভালবাসতে পারিনি।

ধ্যানে জ্ঞানে অকুণ্ঠে ডুব দিয়েছি
তবু তোমায় ভোলা হয়নি

মোর অস্তিত্বের অভয়ারণ্যে
শুধুই তোমার বিচর
কাঁদালে শুধু বুঝিলাম শেষে সবই
তোমার প্রেমের ধরণ।

সময়:-০৫/১১/২০২৪ইং।

শেয়ার করুন