ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জমিয়ত উলামায়ে হিন্দের প্রস্তুতি সভা জয়নগরে
- আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
কুতুব উদ্দিন মোল্লা,জয়নগর
ওয়াকফ সংশোধনী বিলের বিরোধী কলকাতার সমাবেশ সফল করতে। জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে প্রকাশ্য প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত কাশিপুর মোড়ে।
এদিনের প্রকাশ্যে সমাবেশ থেকে বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক জমিয়ত উলামা হিন্দের হজরত মাওঃ মুফতি আমিনুদ্দিন সাহেব। আগামী ২৮ শে নভেম্বর কলকাতা চলো ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দ। সেই সমাবেশে। তাতে আমাদেরকে সকলের সমাবেশে যোগ দিতে হবে প্রতিটি গ্রামে গ্রামে থেকে ও আওয়াজ তুলতে হবে। এটা আমাদের বাঁচার লড়াই।মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাহ কে বাঁচাতে হবে। এটা আমাদের ঈমানী লড়াই। এই লড়াই আমাদেরকে শক্তভাবে আইনি প্রক্রিয়া মেনে লড়াই করতে হবে। এবং এ আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত। এই বিল বাতিল করছে ততদিন পর্যন্ত। এ আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। কেন্দ্র সরকার মুসলিমদের অকাপ সম্পত্তি দখল করার যে প্রয়াস চালাচ্ছে। একের পর এক যেভাবে একটা দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। এই দেশকে রক্ষা করার জন্য হিন্দু-মুসলিম সহ সবাই।একসঙ্গে কাঁদে কাঁদে রেখে।এই লড়াই শামিল হতে হবে। এদিনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা জমিয়ত উলামা হিন্দ দক্ষিণ ২৪ পরগনা হজরত মাওঃ মুফতি আমিনুদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক চালতা বেড়িয়া ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ
মুফতি আতিকুর রহমান,সহ সম্পাদক চালতা বেরিয়া ব্লক জমিয়ত উলামা হিন্দ মুফতি আব্দুর রহমান,সভাপতি চালতা বেড়িয়া ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ মাওলানা শহীদুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা লিয়াকত সাহেব, মাওলানা হাবিবুর রহমান কশেমি সাহেব, হাফেজ আবু জাফার সাহেব সহ প্রমূখ।